বড়লেখায় প্রধান শিক্ষকের জামিন না-মঞ্জুর

October 27, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের মামলায় অত্র স্কুলের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুক আহমদকে বৃহস্পতিবার ২৭ অক্টোবর কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার এজাহারভুক্ত ৮ আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালতের বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট হাসান জামান ৭ জনের জামিন মঞ্জুর করে ৫নং আসামী আশুক আহমদকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর হামলায় আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শাহীদুল ইসলাম গত ৬ অক্টোবর বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনের নাম উল্লে¬খ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে (পি-৮৫/১৬) পিটিশন মামলা করেন।

আদালতের সহকারী আইন কর্মকর্তা (এপিপি) অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত এক আসামীর জামিন না-মঞ্জুরের সত্যতা স্বীকার করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com