বড়লেখায় প্রান্তিক কৃষকের দোরগোড়ায় গিয়ে সুগন্ধি জাতের ধান বীজ বিতরণ

July 26, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কঠোর লকডাউনের মধ্যে বীজ নিতে উপজেলা পরিষদে গিয়ে ভোগান্তি পোয়াতে হয়নি।
সোমবার ২৬ জুলাই বিকেলে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ও উপজেলা কৃষি অফিসার দেবল সরকার কৃষকের দোরগড়ায় গিয়ে প্রণোদনা কর্মসূচির বিনামূল্যের সুগন্ধি (চিনিগুড়া) জাতের রোপাআমন ধানের বীজ বিতরণ করেছেন। এর আগে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বড়লেখা সদর, দক্ষিণভাগ উত্তর, দাসেরবাজার ও বর্ণি ইউনিয়নের প্রান্তিক কৃষকের দোরগড়ায় গিয়ে উপকারভোগী কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, প্রণোদনা কর্মসুচির বিনামূল্যের বীজ-সার উপজেলা পরিষদ মিলনায়ন থেকে কৃষকদের নিয়ে যাওয়ার নিয়ম রয়েছে। কিন্ত কঠোর লকডাউনের মধ্যে তাদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা প্রণোদনার সুগন্ধি জাতের বীজগুলো তাদের দোরগড়ায় পৌঁছে দিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com