বড়লেখায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

May 24, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনলা খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৩ মে মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌরশহরের রেলওয়ে যুবক সংঘ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্বশংকরপুর প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কেছরিগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও শিক্ষক নাজিম উদ্দিন এবং বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ প্রণয় কুমার দে, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন, সাংবাদিক লিটন শরীফ, সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, মোঃ শহীদুল্যাহ, পার্থ পাল, শিক্ষক নেতা মঞ্জু লাল দে, কায়েদে আজম, মীর মুহিবুর রহমান, প্রতাপ দে, বদর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com