বড়লেখায় বিজিবি’র অভিযানে চোরাই কাঠ ও বেত উদ্ধার

February 23, 2017,

আব্দুর রব॥ বড়লেখায় ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বিজিবি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চোরাই কাঠ ও বেত উদ্ধার করেছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, টহল কমান্ডার হাবিলদার আব্দুল আজিজ ও নায়েক ইকবালের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে সীমান্তের ১৩৮৪ নম্বর মেইন পিলার হতে সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা সদন ইউনিয়নের ডিমাই নামক স্থান থেকে ৪৩.৮১ ঘনফুট ডিসি গোলকাঠ ও ১৫০০ দৈর্ঘ্যফুট বেত উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ দেখিয়ে মাধবছড়া ও গাজীপুর বনবিট অফিসে জমা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com