বড়লেখায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬১৭ মেট্টিক টন

May 10, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় এবার সরকারিভাবে ৬১৭ মেট্টিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১০ মে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ধানক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
কৃষক আলিম উদ্দিনের নিকট থেকে সরকারি খাদ্য গোদামে ৩ মেট্টিক টন বোরো ধান ক্রয়ের মাধ্যমে ধানক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাক আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, খাদ্য পরিদর্শক আব্দুস শহীদ মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com