বড়লেখায় ভ্রাম্যমান আদালতের ৩০ হাজার টাকা জরিমানা আদায়

June 25, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ২৫ জুন শনিবার আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, এসআই মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাঠালতলী বাজারের ফরিদপুর মিষ্টান্নকে ১০ হাজার টাকা, মরা মোরগ বিক্রির অপরাধে পৌরশহরের মোরগ বিক্রেতা মনসুর আলমকে ৫ হাজার টাকা, ওজনে কম দেয়ায় গরুর গোসত বিক্রেতা ফরিদ আহমদকে ২ হাজার টাকা, অত্যাধিক পরিমানে মুনাফা আদায় করায় লিবাস ফ্যাশনের প্রোপ্রাইটার আব্দুর রহিমকে ২ হাজার টাকা, বেবি ফ্যাশনের ওয়াহিদুর রহমানকে ৫ হাজার টাকা, অপর কাপড়ের দোকানকে ৫ হাজার টাকা, আজিমগঞ্জ বাজারের নুর হোসেন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com