বড়লেখায় মাদক মামলার রায়ে আসামীর সশ্রম কারাদন্ড

May 18, 2023,

আব্দুর রব॥ বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে মাদক ব্যবসায়ী মো. আলা উদ্দিন আলাইকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের সাজা দিয়েছেন।

আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মঙ্গলবার ১৬ মে দুপুরে জনাকীর্ণ আদালতে জি.আর-১৭৪/১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজা ও অর্থদন্ডের রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী আলা উদ্দিন আলাই উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

জানা গেছে, ২০১৯ সালের ১৭ আগষ্ট বড়লেখা উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও এসআই রতন কুমার হালদারের নেতৃত্বাধীন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে উত্তর শাহবাজপুরের কবিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তার বিপরীত পার্শে নীল রঙের একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত আটোরিকশা আটক করেন।

তল্লাশী শেষে অটোরিকশা থেকে পুলিশ ৫৪ বোতল অবৈধ বিদেশী মদ জব্দ করে। এসময় অটোরিকশা থেকে মাদক ব্যবসায়ী আলা উদ্দিন আলাইসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জি.আর.ও এসএসআই পিযুষ কান্তি দাস জানান, জি.আর-১৭৪/২০১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে আদালত মাদক ব্যবসায়ী আলা উদ্দিন আলাইকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের সাজা দিয়েছেন। একই মামলার অপর আসামীকে আদালত বেখসুর খালাস দিয়েছেন।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

গরীব মেধাবীদের মধ্যে ‘অন্বেষা’ শিক্ষা বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারে শিক্ষক দিবস পালিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com