বড়লেখায় মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন থাকা স্বত্ত্বেও মামলা : অতঃপর প্রত্যাহার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উৎকোচ না পেয়ে বৈধ কাগজপত্র থাকা স্বত্ত্বেও মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। অতঃপর ওসির হস্তক্ষেপে মামলা প্রত্যাহার করা হয়।
উপজেলার সুজানগর ইউনিয়নের গোল্ডেন ক্লাবের সভাপতি রহিম বক্ত মুসা অভিযোগ করেন ১২ জুন রোববার দুপুরে তিনি হোন্ডা সিভি ১৫০ সিসি মোটরসাইকেল ( সিলেট ল-১১৯৩৩) যোগে আজিমগঞ্জবাজার থেকে বড়লেখা যাচ্ছিলেন নিখড়ি ছড়ায় পুলিশের এসআই মোর্শেদ আলম তার গতিরোধ করে কাগজপত্র দেখতে চান। সকল ধরনের কাগজপত্র থাকা স্বত্ত্বেও উৎকোচ না দেয়ায় রাগান্তিত হয়ে তিনি রেজিষ্ট্রেশন নেই মর্মে মামলা দেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবহিত করেন। পরে থানার ওসি মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন দেখে মামলা প্রত্যাহার করে নেন।
এব্যাপারে এসআই মোর্শেদ উৎকোচ দাবীর বিষয়টি অস্বীকার ও মামলা দেয়ার সত্যতা স্বীকার করে জানান, তিনি রহিম বক্ত মুসাকে চিনতে পারেননি। একটু ভুল বুঝাবুঝি হয়েছিল ওসি সাহেব তা নিষ্পত্তি করে দিয়েছেন।
মন্তব্য করুন