বড়লেখায় শ্লীলতাহানীর চেষ্টা, বিচার চাওয়ায় বাবা-মা সহ কিশোরীকে পিটিয়ে আহত

আব্দুর রব॥ বড়লেখায় বাড়ির পাশের মাঠ থেকে গৃহপালিত গরু আনতে গেলে জোরপুর্বক ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানীর চেষ্টা চালায় শাহাজান মিয়া।
ঘটনার বিচার চাওয়ায় কিশোরীসহ তার বাবা-মাকে পিটিয়ে জখম করেছে লম্পট শাহাজান মিয়া ও তার ছেলে বাবু মিয়া।
এঘটনায় কিশোরীর আহত বাবা বৃহস্পতিবার ১৮ মে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করলে বিজ্ঞ আদালত ৪৮ ঘন্টার মধ্যে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন থানার ওসিকে।
জানা গেছে, উপজেলার নিজ বাহাদুর পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুরের কিশোরী মেয়ে মঙ্গলবার ১৬ সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায়। এসময় তাকে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা চালায় মৃত রুস্তুম আলীর ছেলে শাহাজান মিয়া (৪৬)।
কিশোরী বাবা ও চাচার কাছে ঘটনাটি জানালে তারা স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হন। এতে ক্ষীপ্ত হয়ে অভিযুক্ত শাহাজান মিয়া ও তার ছেলে বাবু মিয়া কিশোরীসহ তার বাবা-মাকে পিটিয়ে জখম করে।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী জানান, এই ঘটনায় ভোক্তভোগী কিশোরীর বাবা আদালতে পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে এফআইআর করার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন