বড়লেখায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। আর সাংবাদিকরা হচ্ছেন জাতীর বিবেক। তারা লেখনীর মাধ্যমে সমাজের নানা অনিয়ম-অসঙ্গতির তথ্য তুলে ধরেন। সমাজের সঠিক চিত্র তোলে ধরার মাধ্যমে তারা দেশ ও জাতীর উপকারে অসামান্য অবদান রাখছেন। বড়লেখায় সরকারী দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠের প্রতিনিধি লিটন শরীফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, বাংলাদেশ খবরের প্রতিনিধি মস্তফা উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন