বড়লেখায় সেলুন কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

June 24, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় শাহীন আহমদ (২৭) নামে এক সেলুন কর্মচারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে ঝড়গার জেরে তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ২৪ জুন দুপুরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শাহীন দীর্ঘদিন ধরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষ¥ণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। শাহীন দক্ষিণভাগ বাজারের একটি সেলুনের কারিগর হিসেবে কাজ করতেন। তার শ্বশুর বাড়ি পুর্ব-দক্ষিণভাগ গ্রামে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির হোসেন সরদার জানান, শোনেছি স্ত্রীর সঙ্গে শাহীনের ঝগড়া হয়েছে। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com