বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

June 19, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।
আদালত সূত্র জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে বড়লেখা পৌরশহরে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং বাইরে অবস্থান করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বিষয়টি নিশ্চিত করে ১৮ জুন শুক্রবার দুপুরে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com