বড়লেখায় ১৩ জনপ্রতিনিধি ও ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

January 15, 2022,

আব্দুর রব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয়।

১৫ জানুয়ারী শনিবার দুপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও শিক্ষক কাওছার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য তাহের আহমদ আজিম, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আজিজুল ইসলাম, আমিনুল হক, ইমরান আহমদ, ছায়রা বেগম, শিক্ষার্থী অভিভাবক আবুল কালাম আজাদ, বাসুদেব বাক্তী, বেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, প্রাক্তন ছাত্র মাছুম আহমদ আজির। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক।

এছাড়াও বক্তব্য রাখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী আদিবা রহমান ইক্বরা, হুমায়রা জান্নাত, ফাহমিদা বেগম রুমা প্রমুখ।

সংবর্ধিত অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ হলেন-ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল, সাহেদুল ইসলাম সুমন, রিয়াজুন নেছা, ইসমত আরা, আব্দুল মজিদ, এনাদুল হক, সমিরন মুন্ডা, সুজিত কানু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com