বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

September 19, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুদৃঢ করার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল,ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন,ছালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ইফতেখার হোসেন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com