বড়লেখা ছাত্র মজলিসের এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

June 19, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের উদ্যোগে ১৮ জুন (১২ রমজান) শনিবার বিকাল ৩টায় বড়লেখা পৌরহল মিলনায়তনে ২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন-ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি বলেন-দেশের ক্রান্তিলগ্নে জাতির প্রত্যাশা পূরণে মেধাবীদের ভূমিকা অপ্রতুল। মেধাবীরাই দেশ ও জাতি গড়ার কারিগর। মেধাবীরা বস্তুগত জ্ঞানে শ্রেষ্ট্রত্ব অর্জনের পাশাপাশি ঐশি জ্ঞানে আলোকিত হয়ে মানবতার মুক্তির প্রয়োজনে সমাজ বিনির্মাণে মূখ্য ভুমিকা পালন করতে পারে। কাজেই সকল মেধাবীদেরকে মেধা, সততা ও সৎ সাহস দিয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। কেন্দ্রীয় সভাপতি বক্তৃতায় সকল মেধাবীদের লেখাপড়ার পাশাপাশি সঠিকধারার ছাত্র রাজনীতিতে এগিয়ে আসারও আহবান জানান।
বড়লেখা উপজেলা সভাপতিমুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও উেপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাসেম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মাওলানা আবদস সবুর, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক, বড়লেখা উপজেলা খেলাফত মজলিস সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাবেক জেলা ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল খালিক, সাবেক জেলা ছাত্র মজলিস সভাপতি এম.এম আতিকুর রহমান, মুহাম্মদ খায়রুল ইসলাম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহসভাপতি মাওলানা লুৎফুর রশিদ, ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয সেক্রেটারি খসরুল আলম প্রমুখ। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, বড়লেখা উপজেলার সাবেক সভাপতি মনসুর আহমদ, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহসভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা বায়তুলমাল সম্পাদক ফয়সল আহমদ স্বপন, ছাত্র মজলিসের সাবেক উপজেলা বায়তুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলাম মাসুম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com