বড়লেখা শত্রুমুক্ত দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

December 7, 2016,

আব্দুর রব॥ বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ৬ ডিসেম্বর মঙ্গলবার ‘বড়লেখা মুক্ত দিবস’ পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বড়লেখা প্রেসক্লাব, নজরুল একাডেমী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথ উদ্যোগে সকালে পৌরশহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাতাকুড়ি শিশু কিশোর থিয়েটার বড়লেখারের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালী পরবর্তী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস।
নজরুল একাডেমীর উপদেষ্ঠা মছরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সুরত আলী, নুরুল ইসলাম তখন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদ প্রমুখ।
এ সময় বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক সফিউল আলম, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আলী, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, দৈনিক ইত্তেফাকের বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাস, সবুজ সিলেট প্রতিনিধি এ.জে লাভলু, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পাথাকুড়ি শিশু কিশোর থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত, মুক্তিযোদ্ধা সন্তান ইমান উদ্দিন বলাই, আলতাফ হোসেন মাসুম, রিফাত আহমদ, ইমান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অসিত রঞ্জন দাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা, বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, ইপিআর, আনসারসহ মিত্র বাহিনীর সৈনিক ও সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com