ভাষার মাস – সেলিম আহমদ কাওছার
ভাষার মাস ফেব্রুয়ারি এলেই
কানে বাজে সেই প্রতিবাদী সুর
ঢাকা ভার্সিটির কার্জন হলের সামনে
কে যেনো স্লোগান তুলে বলে
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
ও প্রান্তে শুনি গুলির আওয়াজ
আকাশে উড়ে কালো ধোঁয়া
তরুণ তরুণীরা করে ছোটাছুটি
জোটবদ্ধ হয় সকলে তারা।
সংকল্প করে ফিরব না ঘরে
মায়ের ভাষার স্বীকৃতি না পেয়ে
হোক তাতে যুদ্ধ কিংবা তুমুল সংঘর্ষ
মাতৃভাষার অধিকার চাই-ই চাই।
স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা শহরের
পুরো প্রতিষ্ঠান অলিগলি শহর কিংবা গ্রাম,
সবখানে-ই দাবি উঠলো-
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
পাক হানাদারদের সাথে বাঁধলো তুমুল যুদ্ধ
গোলাগুলিতে শহীদ হলো বীর বাঙালি সেনা-
সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউলেরা।
তবুও থেমে নেই বীর সেনারা যুদ্ধ চলতেই থাকলো।
অবশেষে পিছু হটলো পাক হানাদার বাহিনী
পরাজয় বরণ করলো তারা,
বাংলা মায়ের বীর সেনানীরা
পেলো মাতৃভাষার অধিকার!
সেই থেকে একুশে ফেব্রুয়ারি হলো
বাঙালি জাতির জন্য গর্ব আর অহংকারের বিষয়
ফিরে পেলো তারা মাতৃভাষার মর্যাদা।
বাহ্ কী গর্বের বিষয়!
একুশে ফেব্রুয়ারি এলেই পুরো পৃথিবী জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মন্তব্য করুন