ভাষা শহীদের স্মরণে কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের বিশেষ  দোয়া মাহফিল

February 22, 2017,

এইচ ডি রুবেল॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারী দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কুলাউড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। সকাল ১১টায় রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় মাদ্রাসা ছাত্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) ও খাবার বিতরণ করা হয়।

দিনব্যাপি এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের  সদস্য ও রাশিদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শাহজালাল সমবায় সমিতি আল আইন এর সভাপতি লোকমান হোসাইন আনু, ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক এস আলম সুমন, নাজমুল বারি সোহেল, নারী কর্মী সুফিয়া হক, হাসিনা আক্তার, মমতাজ হাসান, রাশিদ আলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীলিপ কুমার, সহকারি শিক্ষিকা সৈয়দা মজিরুন বেগম, দিলারা বেগম, লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল নূর, সহকারি শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামসুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতলিব, সৈয়দ আলী আহমদ ও সৈয়দ ইয়াসিন আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com