ভূমিহীন ওস্তার আলী প্রতিবন্ধী সন্তানদের নিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে উঠতে চান

May 3, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার কচুরগুল গ্রামের ওস্তার আলী প্রতিবন্ধী দুই সন্তানের জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। জানা গেছে ওই গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র উস্তাদ আলী স্ত্রী রিনা বেগম, পুত্র  তাজুল, শরিফ,আরিফ, কন্যা সুমাকে নিয়ে সরকারি ভূমিতে বসবাস করছেন।

সন্তানদের মধ্যে শরিফ উদ্দিন (১২) এবং সুমা আক্তার (১৩) জন্ম থেকে প্রতিবন্ধী।  দুই সন্তানকে ডাক্তার দেখিয়েছিলেন। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসা করালে তার সন্তানরা ভালো হবে। কিন্তু টাকার অভাবে সন্তানদের চিকিৎসা করাতে পারছেন না।

বসত ঘরের সামনের উঠোনে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। ওস্তার আলী প্রতিবন্ধী দুই সন্তানের জন্য আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল ভুমিহীন ওস্তার আলী জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি ঘরের জন্য লিখিত আবেদন করেছেন।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, উস্তার আলীর লিখিত দরখাস্ত পেয়ছি। ভূমিহীন হলে বাছাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com