ভূমি নিয়ে বিরোধের জের, বড়লেখায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০ : গ্রেফতার ৪

March 11, 2025,

আব্দুর রব : বড়লেখায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার আছরের নামাজের পর উপজেলার পশ্চিম গাংকুল গ্রামের নতুন মসজিদ সংলগ্ন স্থানে।

আহতরা হলেন- লোকমান হোসেন (৩৫), ইমরুল ইসলাম (১৮), মাহতাব উদ্দিন (৬৫), আলাউদ্দিন (৪৫), নুর উদ্দিন (৬০), জোবায়ের আহমদ (২২), মনোয়ার আলী (৭০)।

হামলার ঘটনায় রাতেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হলেন- আলাউদ্দিন, আলী হোসেন, নুর উদ্দিন ও কবির আহমদ।

থানার ওসি আবুল কাশেম সরকার জানান, হামলা-সংঘর্ষের ঘটনায় আহত জোবায়ের আহমদ থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com