ভ্রাম্যমাণ আদালত ১৭ জন মোটরসাইকেল আরোহিকে জরিমানা করেছে
June 1, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার ১ জুন দুপুরে অভিযান চালিয়ে ১৭ জন মোটরসাইকেল আরোহিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে।
এছাড়া বুধবার রাতে পৌরশহরের বারইগ্রাম এলাকায় গাঁজা বহন ও সেবনের দায়ে নাজির আহমদ নামে এক যুবককে ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, সড়ক পরিবহন আইনে ১৭ মামলায় ১১ হাজার ৫০০ টাকা এবং এর আগে বুধবার রাতে এক যুবককে গাঁজা বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩০০ টাকা জরিমানা করেছে। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন