মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

August 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় মজুরি বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন চা–শ্রমিকেরা। ৮ আগস্ট রোববার দুপুরে মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ১০ আগস্টের মধ্যে মজুরি না বাড়ালে বাগানে কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পালসহ বালিশিরা ভ্যালির ৪২টি চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা–শ্রমিকেরা দিশাহারা। ১২০ টাকার মজুরি দিয়ে এখন শ্রমিকদের সংসার চলে না। চাল, ডাল, মসলা কিনলে মাছ কেনার টাকা থাকে না। সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় করতে শ্রমিকদের অনেক কষ্ট করতে হয়। বাগানমালিকদের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়য়ী মজুরি বৃদ্ধির কথা থাকলেও মালিকেরা নানা টালবাহানায় মজুরি বাড়াচ্ছেন না।
বক্তারা আরও বলেন, তাঁরা ১৯ মাস ধরে মজুরি বাড়ানোর জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলেও আলোচনায় বসতে রাজি নয় মালিকপক্ষ। ৩ আগস্ট চা–বাগান মালিকদের সংগঠন ‘বাংলাদেশ চা সংসদের’ কাছে মজুরি বৃদ্ধির আবেদন দিয়েছেন তাঁরা। যদি ১০ আগস্টের মধ্যে মজুরি না বাড়ে তাহলে শ্রমিকেরা বৃহত্তর আন্দোলনে যাবেন। প্রয়োজনে বাগানে কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com