মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় মৌলভীবাজারে মিলাদ মাহফিল,দোয়া ও শিরণী বিতরণ
ইমাদ উদ দীন॥ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় মৌলভীবাজার পৌর শহরস্ত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ জামে মসজিদে ৫ জানুয়ারী বৃহস্পতিবার বাদ জোহর মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু.ইমাদ উদ দীনের উদ্দ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মীর্জা শামীম আহমদ,মিলাদ মাহফিল ও দোয়ায় অংশনেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি,বর্ষীয়ান রাজনীতিবীদ এডভোকেট মুজিবুর রহমান মুজিব,সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ,জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন,নুরুল ইসলাম শেফুল,জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ দুলাল,সাংবাদিক মো:আবু হানিফ,মেরাজ আহমদ,ওমর ফারুক নাঈম,আল ইসলাহ নেতা মাওলানা সৈয়দ করম আলী লংলী,ব্যবসায়ী ও সমাজ সেবক খয়েজ আহমদ,সাবেক জেলা ছাত্রলীগ নেতা গৌউছ উদ্দিন নিক্রসন,ব্যবসায়ী আকিকুল হোসেন সাহেদ,মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজসহ দ্ইু শতাধিক মুসল্লীয়ানে কেরাম মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ গ্রহন করেন। পরে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয় ।
মন্তব্য করুন