মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর

September 19, 2023,

স্টাফ রিপোর্টার॥ ‘কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্কীনায়’ সুর সম্রাট বাউল শাহ আব্দুল করিমের কালজয়ী এই গানের কথা আর জলের তুরঙ্গে আবারও মনু নদী  মাতাতে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি সংস্করণে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে মৌলভীবাজার পৌরসভার।

বুধবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩ টায় মনু নদীর চাঁদনীঘাট ব্রীজ এলাকা থেকে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। পৌরমেয়র মো. ফজলুর রহমান নৌকা বাইচের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বশেষ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দীর্ঘদিন পরে আবারও নৌকা বাইচের খবর শুনে এরিমধ্যে শুরু হয়েছে জোর গুঞ্জন। অনেকেই এবছর পৌরসভার উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করায় পৌর মেয়রের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

মৌলভীবাজারে প্রতি নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের ভিড় জমে।

এবছর মনু নদীর শান্তিবাগ পাড়ের অংশে ওয়াকওয়ে নির্মাণ করায় দর্শকদের নৌকা বাইচ দেখতে সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই।

মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতার অংশ নেয়া উল্লেখযোগ্য নৌকাগুলোর মধ্যে রয়েছে অন্তেহরির অজ্ঞান ঠাকুরের নৌকা, নৌকা উলুয়াইলের বড় বড়গাঁও গ্রামের কাবুল মিয়ার নৌকা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইরেরচক (জল প্রবণ) নৌকা ইত্যাদি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com