মনোহরকোণা শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান পালিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মনোহরকোণা শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় ২৩তম বার্ষিক আনন্দ উৎসব এবং ৪র্থ অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান পালিত হয়েছে।
শুক্রবার ২৪ নভেম্বর সন্ধ্যায় ত্রিকালদর্শী লোকনাথ সংঘ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া মনোহরকোণা মৌলভীবাজার এর আয়োজনে ৬নং একাটুনা ইউনিয়নে অনুষ্ঠিত কির্তন পরিদর্শন করেন একটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান আহমদ, মেম্বার রুমেল মিয়া, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এড. পার্থ সারথী পাল, সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমের সহ-সভাপতি শক্তিপদ পাল, সমাজকর্মী বাবুল দেব, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি রিপন কান্তি ধর (রূপক) প্রমুখ।
এসময় ত্রিকালদর্শী লোকনাথ সংঘ এবং শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া মনোহরকোণা মৌলভীবাজারের নেতৃবৃন্দ সহ কির্তন আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন