মশা নিধনে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, দুই দিনে ৪ ডেঙ্গু রোগী শনাক্ত

July 31, 2023,

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভায় গত কয়েক বছর থেকে মশার উপদ্রপ বেড়েছে। দিনে উপদ্রপ কিছুটা কম হলেও সন্ধ্যার পর অস্বাভাবিক হয়ে উঠে মশার অত্যাচার।

বাড়িতে কয়েল, স্প্রে কিংবা মশারি ছাড়া থাকা একেবারেই কঠিন। পৌর শহরের বাজার, মহল্লার দোকান পাটে কয়েল-স্প্রে ছাড়া ঠিকে থাকাও কঠিন।

তবে এমন পরিস্থিতিতে মশা নিধনে বড়লেখা পৌরসভাকে এক প্রকার উদাসীন দেখা গেছে। মাঝে মধ্যে কিছু এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়েছে। তবে বেশিরভাগ সময় ওষুধ বরাদ্দ না থাকা, কখনও মশা নিধনের যন্ত্র নষ্টসহ নানা অজুহাতে ছিটানো হয়নি মশার ওষুধ।

দেশে যখন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, বড়লেখা উপজেলায় ইতিমধ্যে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, ঠিক তখনও বড়লেখা পৌরসভায় মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

দ্রুত পদক্ষেপ না নিলে পৌরসভা এলাকায়  ডেঙ্গু পরিস্থিতিতে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।

পৌরসভার বাসিন্দারা বলছেন, রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মিলছে না মশার হাত থেকে। মশার জ্বালায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। যত্রতত্র আবর্জনার স্তুপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া ও নিয়মিত মশকনিধন কার্যক্রম না থাকায় মশার উপদ্রপ বেড়েছে।

কিন্তু পৌরসভার ভূমিকা সন্তোষজনক নয়। তারা (পৌরসভা) মশা নিধনে পুরোপুরি ‘ব্যর্থ’। মশার বংশবিস্তার রোধে পৌর কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিকরা।

সরেজমিনে পৌরসভার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও শহরের যত্রতত্র ময়লা আবর্জনা  ফেলা হচ্ছে। ঝোপঝাড়, জঙ্গল, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রপ বাড়ছে।

অধিকাংশ ওয়ার্ডে ছোট ছোট ড্রেন-নালা আছে। ড্রেনগুলোতে পানিপ্রবাহ নেই। ময়লা আবর্জনায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে ড্রেনে জমে থাকা পানি  থেকে জন্ম নিচ্ছে মশা।

শহরের ৮ নম্বর ওয়ার্ডের (সাতকরা কান্দি সড়ক এলাকার) ব্যবসায়ী ইমরান আহমদ বলেন, ‘সন্ধ্যার পর দোকানে ঠিকে থাকা কঠিন। মশার এত উপদ্রপ বাড়ে। কয়েল জ্বালিয়েও রক্ষা পাওয়া যায় না।’

২নং ওয়ার্ডের বাসিন্দা রুবেল আহমদ বলেন, ‘মশার যন্ত্রণার কথা কইয়া লাভ নাই। ইতা সমাধান অইত নায়। মশা থাকি রক্ষা পাইতে কয়েল জ্বালাই। মশা ইতাও (কয়েল) মানে না। আর বেশি করি কয়েল জ্বালাইলে শ্বাসকষ্ট বাড়ি যায়। এখন কোন দিকে যাইতাম। কয়েল না জ্বালাইলে মশায় কামড়াইবা, জ্বালাইলে শ্বাস কষ্ট অইব।’

শহরের উত্তর চৌমুহনী এলাকার বাসিন্দা রুবিনা বেগম বলেন, ‘পৌরসভা একদিন ওষুধ দিয়া গেছইন। ইতা ওষুধে কোনো কাম অইছে না। আগে যেলা আছিল অলাউ আছে। আরও বেশি করি বাড়ছে মশার যন্ত্রণা মনে অর।’

গাজিটেকা গ্রামের বাসিন্দা কয়েছ উদ্দিন বলেন, ‘পৌরসভা ঠিকমতো মশার ওষুধ দিলে মশা তো থাকার কথা নয়। মেয়র-কাউন্সিলর হখলে সঠিক উদ্যোগ নিরা-না।

সব জায়গায় ময়লা-আবর্জনা। ড্রেন-খালও পরিষ্কার করা হচ্ছে না। এর জন্য মশার জন্ম হচ্ছে। একেকটি ড্রেন-ময়লার স্তুপ মশার ‘কারখানা’।

পাখিয়ালা এলাকার বাসিন্দা তাওহিদ সারোয়ার বলেন, ‘সন্ধ্যা নামার পর থেকেই ঘরে মশার উপদ্রব বেড়ে যায়। দরজা-জানালা বন্ধ রেখেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাসার সবাই।’

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস শনিবার দুপুরে বলেন, ‘চার জন রোগীর মধ্যে ৩ জনের ডেঙ্গু রোগী বড়লেখায় শনাক্ত হয়েছে। দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুজন ভর্তি আছেন।’

এদিকে, বৃহস্পতিবার ২৭ জুলাই থেকে শুক্রবার ২৮ জুলাই পর্যন্ত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৪ জন রোগী।

বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘আমরা গত ১৫ দিন বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটিয়েছি। আমাদের কাছে গত বছরের ২০০ লিটার ওষুধ ছিল, এগুলো দিয়েছি। এখনও বরাদ্দ আসেনি। মৌলভীবাজার  পৌরসভা থেকে ১০০ লিটার ধার হিসেবে এনেছি।

আরও কয়েকদিন দেওয়া যাবে। আমরা চেষ্টা করি মশা পুরোপুরি নিধন করতে। যেসব জায়গায় মশার উৎপাদন স্থল, সেসব জায়গায় মশার ওষুধ স্প্রে করা হচ্ছে।

এছাড়া পৌর এলাকার বাসিন্দাদের সচেতন করতেও পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com