মহানবী (সা.) এর আদর্শকে মানুষের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

January 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজারের উদ্যোগে ৩১ জানুয়ারি দিন ও মধ্য রাত ব্যাপি কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে আন্তর্জাতিক শানে মোস্তফা (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ ঘটিকায় হযরত শাহ মোস্তফা (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও বিভিন্ন খতম। বাদ যোহর খতমে খাজেগান শেষে ধারাবাহিকভাবে মধ্যরাত পর্যন্ত চলে বিভিন্ন বিষয় ভিত্তিক বয়ান ও রাসুলের (সাঃ) জীবনী নিয়ে আলোচনা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে বয়ান পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ছেলে বাংলাদেশ আনজুমানে আল ইসলা’হর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা মহানবী (সা.) এর শান-মান বুলন্দিত করেছেন। কেয়ামত পর্যন্ত নবী (সা.) এর আদর্শকে মানুষের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। যে ব্যক্তি নবীর অনুসরণ-অনুকরণ করবে সে জীবনে সবচেয়ে বেশি উপকৃত হবে। আর যে ব্যক্তি শানমান কমাতে চাইবে সে দুনিয়া ও আখেরাতে লান্নত প্রাপ্ত হবে। এক বাক্যে পৃথিবীতে সকলেই নবীর অনুপম জীবনাদর্শ স্বীকার করে নিয়েছেন। নফসের তাঁবেদার না হয়ে মহান মাবুদের পরিচয় লাভ করতে হবে। যাদের কাছে কুরআনের নূর পৌঁছে গেছে তারাই দ্বীনদারীত্ব অর্জন করেছেন। ইলম,নেক বান্দাদের সহবত ও জীবনমানের পরিবর্তনে দ্বীনি ইসলামের পরিচয়কে গর্বভরে বহণ করতে হবে।

তিনি আরও বলেন ৯২ ভাগ মুসলমানদের দেশে পাঠ্যপুস্তকে ডারউইনের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত কল্পকাহিনী বানরের মতবাদ দিয়ে এদেশে সুনাগরিক মেধাসম্পন্ন জাতিগঠন করা সম্ভব নয়। শুধু মাদরাসা নয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের উলঙ্গ নারী পুরুষের ছবি। প্রগতির নামে অবাধ মেলামেশা। বেহায়াপনা শিক্ষা এদেশের মানুষ কখনোই চায় না। যারা চাই না এদেশে ইসলাম ও স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট থাকুক তারা কেবল চক্রান্ত করে এই পাঠ্যপুস্তক দিয়ে মেধা বিনষ্ট করছে। প্রধানমন্ত্রী চাইলে তা বন্ধ করতে পারেন।

জোর দাবি জানাচ্ছি নতুন পাঠ্যপুস্তকের পরিবর্তে পুরাতন বই দ্বারা শিক্ষা অব্যাহত রেখে পুনরায় বিবেচনা করে নতুন পাঠ্যপুস্তক দেশপ্রেমিক শিক্ষাবিদদের দ্বারা পাঠ্যপুস্তক তালিকাভুক্ত করতে। এদেশে আমরা ঈমান ইসলাম নিয়ে বাঁচতে চাই। পৌত্তলিকতা দিয়ে নয়। যদি তা না হয় তাহলে আমরা জীবন দিয়ে ইমানী দায়িত্ব পালনে নামব। বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে।

শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান সানি ও হাফিয ফরহাদ আহমদ এর যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারত থেকে আওলাদে রাসুল সায়্যিদ জুনাইদ আহমদ মাদানী, সিরিয়া থেকে শায়েখ হামদি কানজু আল মাখজুমী, আমেরিকা থেকে শায়েখ আবূ আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, ঢাকা মহাখালী কামিল মাদরাসা অধ্যক্ষে মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য মাওলানা মকবুল হোসেন খান, জেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com