(ভিডিও সহ) মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

February 21, 2017,

স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মযাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপি, রেড ক্রিসেন্ট, সাংস্কৃতিক জোট, প্রেসক্লাব, পাবলিক লাইব্রেরী, হামদর্দ সহ বিভিন্ন স্কুল কলেজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাতে শিশুরা হাতে প্ল্যাকার্ড, লাল সবুজ পতাকা বহন করে শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের প্রতি।
কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন, প্রভাত ফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিকে জেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে শিশু একাডেমী উদ্যোগে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, ছড়া পাঠের আসর ইত্যাদি। রাতে সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com