মাওলানা মো: নাসির উদ্দিন রহ. এর তৃতীয় ঈসালে সওয়াব উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

July 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি মৌলভী শিক্ষক আলহাজ্ব ক্বারী মাওলানা মো: নাসির উদ্দিন (রহ.)’র তৃতীয় ঈসালে সওয়াব উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও “স্মৃতি স্মরে নয়নের জল” ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে।

শনিবার ৮ জুলাই দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমসেরগঞ্জ এলাকায় ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য ডা: গোপেশ চন্দ্র দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, আহিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অর্ধেন্দু কুমার দেব, আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমন মোস্তফা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, ধোবার হাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দেব, ডা. মো: কুতুব উদ্দিন এ্যাডুকেশন ট্রাস্টের সভাপতি মো: ফখরুল ইসলাম, মাওলানা মো: নাসির উদ্দিন স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাজী মো: আব্দুস সালাম।

আরও বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী, স্থানীয় মুরব্বি হুমায়ুন কবির, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইউপি সদস্য কাসেম আহমদ, জুয়েল আহমদ, রিদি কবির। স্মরণিকা ‘স্মৃতি স্মরে নয়নের জল’র সম্পাদকীয় উপস্থাপন করেন নির্বাহী সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. একলাছুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ শাওন, সেনা কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আথানগিরি স্কুল এন্ড কলেজের সভাপতি ফারুক আহমেদ, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল আলম, মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক মো: নাসির খান, সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আলহাজ্ব ক্বারী মাওলানা মো. নাসির উদ্দিন (রহ.)’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণিকা ‘স্মৃতি স্মরে নয়নের জল’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব কান্তি দাস ও সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ বলেন, আমি আলহাজ্ব ক্বারী মাওলানা মো: নাসির উদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

একজন ভাল মানুষ হিসেবে, একজন জ্ঞানী মানুষ হিসেবে, একজন ধার্মিক মানুষ হিসেবে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। উনি ২৫ বছর ধরে শিক্ষকতা করেছেন। উনি একজন ভাল মানুষ হিসেবে উনাকে সবাই অনুসরণ ও অনুকরণ করা উচিত।

বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমার ভাই মাওলানা নাসির উদ্দিন’র ভাল যে দিকগুলো আলোচনা হলো, এটিও একটি সুন্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা তোমাদের মৃতদের ভাল কথাগুলো স্মরণ কর।

মাওলানা নাসির উদ্দিন শুধু শিক্ষা দানের মধ্যে থাকতেন না। ছাত্র ছাত্রীদের ব্যক্তিগত প্রয়োজনগুলোও দেখতেন। একজন ম্যাগাজিনে লিখেছেন আমার গাইড তিনি কিনে দিয়েছেন। যার কারণে তিনি আমাদের ছাত্র ও শিক্ষকদের জন্য অনুকরণীয় ব্যক্তি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com