মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে খাসি শিক্ষার্থীদের র‌্যালি ও আলোচনা সভা

November 12, 2016,

আব্দুর রব॥ বড়লেখার মাধবকুন্ডে মাধবপুঞ্জির কারিতাস আলোঘর প্রকল্প পরিচালিত শিশুশিক্ষা কেন্দ্রের খাসি শিক্ষার্থীরা নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে ১২ নভেম্বর শনিবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। খাসি শিশু শিক্ষার্থীরা নানা দাবী সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন সহকারে মাধবকু-ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিহির খাগ্রার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মারলিয়ার পরিচালনায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর মিন্টু দেশওয়ারা, সোনালী ব্যাংক কর্মকর্তা পল্টন চন্দ্র দাস, মাধবপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ানবর এলগিরি, কারিতাস আলোঘরের শিক্ষা পরিদর্শক ডনবস্কো খংস্টিয়া, সজল বড়কুর্মী, শিক্ষার্থী অভিভাবক আইলিন এলগিরি প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com