মানবাধিকার দিবসে মৌলভীবাজার শহরের সমশের নগর রোডে বিএনপি মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের অংশগ্রহণে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন।
১০ ডিসেম্বর শহরের সমশের নগর রোডে অনুষ্ঠিত মানবন্ধন উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জামান আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় তাঁতীদল নেতা আব্দুল হক, পৌর বিএনপি নেতা রুনু আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সৈয়দ জমশেদ আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমিরুল ইসলাম শাহেদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল প্রমুখ সহ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন