মাস্ক ছাড়া বের হলে জরিমানা : শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় সচেতনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট ৯ পথচারিকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৩ জানুয়ারি রবিবার বিকেল ৫ ঘটিকায় শহরের বিভিন্ন পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও এসিল্যান্ড নেছার উদ্দিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন ও সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় শ্রীমঙ্গল থানা মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালনের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন পথচারিকে ৯টি মামলায় ১৭০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান শেষে নজরুল ইসলাম জানান, সারাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে শহরে কেউ মাস্ক ব্যাতিত বের হতে পারবেন না। কাউকে মাস্ক ব্যতিত পাওয়া গেলে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে তাদেরকে জেল দেওয়া হবে। শহরে কোনো ভাবেই স্বাস্থ্যবিধি প্রতিপালন না করে বের হওয়া যাবেনা। এজন্য শহরে প্রয়োজনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মন্তব্য করুন