মীর নাহিদ আহসান সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত

June 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১০ জুন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পুরস্কার ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে মৌলভীবাজার জেলার জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সকলকে নিয়ে দলগত ভাবে কাজ করার ফলে এ পুরস্কার অর্জিত হয়েছে এবং এই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com