মৌলভীবাজারের শ্যামেরকোনায় দুই নারী সহ তিন রোহিঙ্গা আটক

এস এম উমেদ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজার থেকে রোহিঙ্গা দুই নারী ও এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীরা জানান, কক্সবাজার কুতুপালং ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ২ জন নারী ও ১ জন পুরুষ সদস্য কুলাউড়ার চাতলাপুর বর্ডার দিয়ে ভারতে গমন কালে শমসের নগর সড়কের শ্যামেরকোনা বাজার থেকে স্থানীয় লোকজন তাদের শনিবার দুপুরে আটক করে। খবর পেয়ে এসআই মোঃ সাইফুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় মডেল থানায় নিয়ে আসে।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) জানান, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে তারা নিম্মবর্ণিত নাম ঠিকানা জানায়, হাশিমা (১৮), পিতা- মৃত নুর আলম, ঠিকানা-সবুল্লাকাটা ক্যাম্প, ব্লক- বি-৫, ক্যাম্প নং- ১৬, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। সাজিদা (১৭), পিতা- সিরাজুল ইসলাম, ঠিকানা- উঞ্চিপ্র ক্যাম্প, ব্লক- এ-৫, ক্যাম্প নং- ২২, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। মুজিবুর রহমান (১৭), পিতা-আবুল হাশিম, ঠিকানা-বালুখালী ক্যাম্প, ব্লক- এ-২, ক্যাম্প নং- ৯, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার।
উল্লেখ্য যে, উক্ত রোহিঙ্গা সদস্যরা গত ১২ মে তারিখ সকাল ৭ ঘটিকার মধ্যে কৌশলে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্যে বাহী বাসযোগে ১৩ মে মৌলভীবাজার বাস স্ট্যান্ডে আসে।
পরবর্তীতে তারা মৌলভীবাজার বাস স্ট্যান্ড হতে চাতলাপুর সীমান্তে যাওয়ার পথে স্থানীয় জনগন শ্যামেরকোনা বাজারে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তিন রোহিঙ্গাকে থানায় নিয়ে আসে। আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রাহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মন্তব্য করুন