মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব কমান্ডার আটক (ভিডিও সহ)

June 10, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে আব্দুল করিম নামের এক ভুয়া র‌্যাব কমান্ডারকে আটক র‌্যাব ৯ এর সদস্যরা।
শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ এসপি হায়াতুন নবীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া র‌্যাব কমান্ডার কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ঝুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার ১০ জুন দূপুরে শ্রীমঙ্গলস্থ র‌্যাব কার্যালয়ে এক প্রেস বিফিং করে জানানো হয়, ভুয়া র‌্যাব কমান্ডার আব্দুল করিম দীর্ঘ দিন ধরে শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকায় মানুষের সাথে চাকুরি দেয়া ও ব্যবসার কথা বলে প্রতারনা করে আসছিলো। সে সর্বশেষ হবিগঞ্জের চুনারুঘাটের শামসুদ্দিন নামের জনৈক ব্যাক্তিকে র‌্যাব ৯ এর মোয়াজ্জেম হিসেবে চাকুরী দিবে বলে নগদ ৭৫ হাজার টাকা আত্মসাত করে। শামসুদ্দিন মোবাইল ফোনে সব রেকর্ড করে র‌্যাবকে দিলে র‌্যাব তাকে আটক করে। এ ভাবে র‌্যাব পরিচয় দিয়ে সে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে আসছিলো বেশ কিছুদিন ধরে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com