মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধুর উপর ‘গীতি নৃত্যনাট্য মহানায়ক’

April 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে গীতি নৃত্যনাট্য পরিবেশন করে সিলেট থেকে আগত নৃত্যশৈলী।
১ এপ্রিল শুক্রবার মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে, সিলেট জেলা পরিষদের প্রযোজনায় এবং মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক চৌধুরী নাজিয়া আক্তারের সার্বিক সহযোগিতায় এই গীতিনৃত্যনাট্যটি পরিবেশিত হয়।
গীতি নৃত্যনাট্য বঙ্গবন্ধুর কর্মজীবন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামসহ ৭ই মার্চের ভাষন ও বাঙালির মুক্তিসংগ্রাম এবং বিজয় দেখানো হয়।
ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সাংবাদিক তমাল ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমদ রিমন প্রমুখ।
অনুষ্ঠানের মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একটি নৃত্য পরিবেশ করে।
অনুষ্ঠানে অভিভাবক ছাড়াও প্রচুর সংস্কৃতিজন উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে নৃত্যশৈলী বঙ্গবন্ধুর উপর গীতি নৃত্যনাট্য মহানায়ক পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com