মৌলভীবাজারে অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ‘প্রিপট্রাস্ট অপরাজিতা’ নারীর রাজনৈতিক প্রকল্পের আওতায় জেলা অপরাজিতা নেটওয়ার্ক’র সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মৌলভীবাজার গাইড হাউসের প্রশিক্ষণ রুমে জেলা অপরাজিতা নেটওয়ার্ক’র সভা অনুষ্ঠিত হয়।
জেলা অপরাজিতা নেটওয়ার্ক’র সভাপতি ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার সভাপতিত্ব এবং এডভোকেট ফারহানা চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন অপরাজিতা নেটওয়ার্ক জেলা কমিটির সদস্য গুলনাহার বানু, সুলতানা আক্তার,হেম প্রভা সিনহা,লিবিয়া বেগম নাজমা বেগম, পারভিন চৌধুরী প্রমুখ।
সভা পরিচালনা করেন প্রিপট্রাস্ট অপরাজিতা প্রকল্পের আঞ্চলিক কো-অডিনেটর রত্না গোমস্থী জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন প্রিপট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর শাহানাজ পারভীন।
মন্তব্য করুন