মৌলভীবাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

June 24, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৩ জুন সন্ধ্যায় পৌরসভা হলরুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,  সাংগঠনিক সম্পাদক আজয় সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com