মৌলভীবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

December 21, 2023,

মোঃ আব্দুল কাইয়ুম॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  মৌলভীবাজার জেলার ৪ টি নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণ বিধিমালা, প্রার্থীদের নির্বাচনী ব্যায়সহ অন্যান্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও তাদের পক্ষের প্রতিনিধি, সাংবাদিকসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অবহিতকরণ ওই সভায় আচরণ বিধিমালা বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন, ওয়ার্কাস পার্টির সৈয়দ আমিরুজ্জামান, মৌলভীবাজার-৩ আসন থেকে অংশ নেয়া ওয়ার্কাস পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী তাপস কুমার ঘোষ, জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মোসাব্বির সহ বেশ কয়েকজন প্রার্থী।

এসময় নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থী প্রচারণা শুরুর পর আচরণ বিধিমালা লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করলে এ বিষয়ে সভায় উপস্থিত থাকা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান সকল প্রার্থীকে আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে কোন ভীতিকর পরিবেশ তৈরির সুযোগ নেই।

আচরণ বিধিমালা বিষয়ে জেলা রেটার্নিং কর্মকর্তা, ড. উর্মি বিনতে সালাম  বলেন, নির্বাচনী এলাকায় একই সাথে ৩ টি মাইক্রোফোন, লাউড স্পিকার কিংবা মাইক ব্যবহার করা যাবেনা, কোন সরকারি স্থাপনায় প্রার্থীর কোন কার্যক্রম চালানো যাবেনা এবং দুপুর ২ টা থেকে রাত ৮টার পর কোন প্রচারণা চালানো যাবেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com