(ভিডিও সহ) মৌলভীবাজারে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ পালিত

January 26, 2017,

বিকুল চক্রবর্তী॥ কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের জিরো পযেন্টে শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মতিলাল দাসের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, কুলাউলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান, বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট মৌলভীবাজারের মো:পায়েল পাশা, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, শরীফপুর ইউপি চেয়ারম্যঅন মো: জোনাব আলী, লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক বিকুল চক্রবর্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী।
আলোচনা পর্বে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ আলোকে “ তথ্য উপাত্তের পর্যালোচনা কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা” মূল প্রতিবাদ্য বিষয় তুলে ধরে কাষ্টম কর্মকর্তা মো:পায়েল পাশা বলেন, আগামীতে আরও আাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুল্ক বিভাগ কাজ করবে। একই সাথে সবগুলো শুল্ক স্টেশনেরমত চাতলাপুর শুল্ক স্টেশনের উন্নয়ন করা যায় এ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশীয় অতিথির পাশাপাশি ভারতীয় শুল্ক বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে একই সাথে মাত্র ৫০ গজ দূরে কাটা তারের বেড়ার ওপারেও ভারতীয় প্রজাতন্ত্র দিবসসহ আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালন করতে দেখা যায়।
এতে বিকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত সীমান্তের জিরো পযেন্টে দুই দিকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com