মৌলভীবাজারে আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

December 3, 2016,

স্টাফ রিপোর্টার॥ টেকসই ভবিষৎ গড়ি,১৭টি লক্ষ্যে অর্জন করি ”এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় ৩ ডিসেম্বর শনিবার ২৫তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,প্রতিবন্ধীদের ফুলের শুভেচ্ছা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর স্বেচ্ছাসেবী সংস্থাসমুহ উদ্যোগে আর্ন্তজাাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সার্কিট হাউসের মূল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুর রকিব এর পচিালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম,বেলাল আহমদ,ডিডি বাদল রায়,প্রমুখ। পরে প্রতিবন্ধীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com