মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিত

January 19, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভি মৌলভীবাজারের জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পৌর মেয়র মো: ফজলুর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ অন্যান্যরা।

আলোচনা সভার পর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ কেক কাটেন। বর্ষপূর্তি উপলক্ষে নদী পাড়ে ৩০জন পথশিশুদের খাবার এবং অর্ধ শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com