মৌলভীবাজারে কলেজ ছাত্রীকে ইভটিজিং’র অভিযোগে জরিমানা

June 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং এর অভিযোগে দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ৭ জুন বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণ এলাকায় ইভটিজিং’র ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা গণমাধ্যমকর্মীদের জানান, ওই কলেজ ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছিল কলেজের দুই যুববক।

এমন অভিযোগ শিক্ষদের কাছে করলে তারদেকে কলেজে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে পেনাল কোড- ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার কুইসার গ্রামের জাহান মিয়ার ছেলে রাহিম মোহাম্মদ ফাহিম (১৮) ও  শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামের মোঃ আইন উল্লাহর ছেলে মোঃ ইমরান (১৮)। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com