মৌলভীবাজারে কয়েকদিনের দাবদাহে অস্থির জনজীবন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বৈশাখ মাসের শেষ দিকে ভয়াবহ দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ওপর সূর্য এমন দাপট দেখাচ্ছে মানুষ সহ প্রাণ, প্রকৃতি ভুগছে।
গত কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটে নাজেহাল জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুর মানুষ। বুধবার ১০ মে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের দিকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রার পারদ ৩০ থেকে ৩৮.৫ ডিগ্রিতে বিরাজ করছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রচ- তাবদাহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে ছায়াতলে আশ্রয় নিচ্ছে। অনেকে রোদ থেকে বাঁচতে ছাতা ও গামছা ব্যবহার করছেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন