মৌলভীবাজারে জিংক ধানের বীজ বিতরণ

June 18, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কনকপুর ইউনয়নের কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১৮ জুন শনিবার সকালে কনকপুরে নলদাড়িয়া গ্রামে হারবেষ্টপ্লাস বাংলাদেশ ও এগ্রিকালচারাল এডভাইজরি সোসাইটির(আস) এর উদ্যোগে এ বীজ বিতরণ করা হয়। এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকপুর ইউপি সদস্য মো. আশিকুর রহমান, আলগীর হোসেন, মহিলা সদস্য গীতা রাণী চন্দ্র, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামদি ও আস এর সমন্ময়কারী শুব্রত কুমার ঘোষ। রোপা আমন মৌসুমে চাষের জন্য ইউনিয়নের কনকপুর, নলদাড়িয়া, আবদা, বুদ্ধিমন্তপুর, দূর্লভপুর, রায়পুর, মামরখপুরসহ আরো কয়েকটি গ্রামের ২৪৫ জন কৃষকদের প্রত্যেককে ৩ কেজি প্যাকেটের জিংক ধানের বীজ বিনামুল্যে প্রদান করা হয়। এর আগে ওই কৃষকদের কে চাষাবাদ বিষয়ে ওরিয়েন্টেশনসহ লিফলেট বিতরণ করা হয়।

Moulvibazar-Pic-2--18,06,20
জানাযায়, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় এ মৌসুমে ১২৫০ কৃষককে এ কর্মসুচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৫০টি মুল প্রদর্শনি প্লট, ২০০টি মিনি প্রদর্শনি প্লট থাকবে এবং অবশ্লিষ্ট ১হাজার কৃষককে প্রি সেম্পুল বিতরণ করা হয়। যেহেতু ব্রি-৬২ এর প্রতি কেজি চালে ২৪ মিলিগ্রাম জিংক থাকে সেহেতু কৃষক পর্যায়ে জিংক সমৃদ্ধ এ ধান ব্যাপক ভাবে সমম্প্রসারিত হলে মানুষের শরীরে জিংক এর ঘাটতি জনিত সকল রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com