মৌলভীবাজারে টিম স্বপ্নকুঁড়ির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

February 3, 2025,

শাহরিয়ার খান সাকিব : রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ি মৌলভীবাজার। এ সময় প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রোববার ২ ফেব্রুয়ারি কদমহাটা উচ্চ বিদ্যালয় ও কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা মো. শামীম আহমেদ জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মতো স্বাস্থ্য সচেতনতামূলক করে আসছে। এছাড়াও ভবিষ্যতেও টিম স্বপ্নকুঁড়ি’র নানামুখী সামাজিক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সার্বিক সহযোগিতা করেন ইউকে প্রবাসী লিমন আহমেদ অপু, কুয়েত প্রবাসী আব্দুল কাদির, কানাডা প্রবাসী তোফায়েল আহমেদ, সায়েম আহমদ, ইকরাম হোসেন, মামুন তালুকদার, ইউয়াছিন আরাফাত রাজু, জসিম মিয়া।

টিম স্বপ্নকুঁড়ি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনবীর দাস রনি, জসিম আহম অভি, সাহান আহমদ, মহসিন আহমদ, শাওন, রায়হান, আমিনুল, জুনাইদ, তামান্না, সানজানা মিরা, রাফা চৌধুরী, পারভিন, মনি রায়,ফরিদা, অর্জুন, তামিম, আজিজুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কদমহাটা উচ্চ বিদ্যালয় ও কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহবুবুর রহমান টিম স্বপ্নকুঁড়ি’র এমন আয়োজন করায় প্রশংসা করেন। তিনি বলেন, টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিটি কাজ সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রাখছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com