মৌলভীবাজারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

June 3, 2024,

স্টাফ রিপোর্টার॥ ‘‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা। ৩ জুন সোমবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সাজেকা হবিগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজার এর আয়োজনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
বিতর্ক প্রতিযোগীতায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্সআপ স্থান অর্জন করেন।
বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক মো: সাইফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো জসিম উদ্দিন মাসুদ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক সৈয়দা এহসানা রহমান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক শাহীন কাওছার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজনগরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: এ.কে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শিক্ষক শংকর দুলাল দেব, জুড়ী সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো: তাজুল ইসলাস ও শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিয়জীদের হাতে পুরস্কার তুলেন দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com