পহেলা অগ্রায়ন উপলক্ষে মৌলভীবাজারে নবান্ন উৎসব

November 15, 2016,

স্টাফ রিপোর্টার॥ ১লা অগ্রায়ন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর  মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।  দিনব্যাপী নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন করে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। উৎসবে ছিল, পিঠাপুলি উৎসব, গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা, মোরগের লড়াই, বিস্কুট লড়াই, হাডু-ডু, দাড়িয়াবাধা, ঘুড়ি উড়ানো, হাড়িভাঙ্গা, যেমন খুশি সাজো ইত্যাদি। উৎসব অনুষ্ঠান শেষে বিকেলে পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং শিক্ষিকা মাধুরী মজুমদারের সঞ্চালনায় উৎসব আলোচনা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী সভায় পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

14993580_1343531519004266_3 বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু।
স্বাগত বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান রাশেদা বেগম। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রায় পাঁচ শতাধিক ছাত্রী সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা  অংশ গ্রহন করে। আকর্ষনীয় নবান্ন উৎসবে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় জেলে,তাতী কুমার, কামার, শ্রমজীবি নারী, ফেরিয়ালা, ভিক্ষুক, শিক্ষক, অভিবাবক, রাজনীতি বিদ, জনপ্রতিনিধি ইত্যাদি বিষয়ে অভিনয় করে বিদ্যালয়ের শির্ক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com