মৌলভীবাজারে পালিত হল জাতীয় সমবায় দিবস
সালেহ আহমদ (স‘লিপক)॥ সমবায়ে গড়ছি দেশ-স্মাট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ৪ নভেম্বর সকালে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়ন এর আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ রহিম উদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন সমবায়ী সমিতির সহ-সভাপতি চেয়ারম্যান আবু সুফিয়ান, রিংকু চক্রবর্তী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মৌলভীবাজারের শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
মন্তব্য করুন