মৌলভীবাজারে পৌছায় সিনোফার্মের আরও ৪৫ হাজার ডোজ টিকা

September 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৪৫ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার গাড়ী পৌঁছায়।
এই ধাপে আসা ৪৫ হাজার টিকা সিভিল সার্জনের পক্ষে গ্রহণ করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ বিনেন্দু ভৌমিক। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। সেখান থেকে চাহিদা অনুযায়ী সদর হাসপাতাল ও উপজেলার টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে।
টিকা গ্রহণকালে উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার শাহ আলমসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টিকাগুলো শনিবার ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন অনুসারে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে ৭ উপজেলার নির্ধারিত কেন্দ্রে প্রথম এবং দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করা হবে।
করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেককে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।
এছাড়া টিকা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com